হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রায়পুরে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি

ধর্ষণ মামলায় গ্রেপ্তার মিলন হাওলাদার। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে রায়পুরে মিথ্যা তথ্য দিয়ে ঘরে ঢুকে নারীকে ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভুক্তভোগী নারী বাদী হয়ে রায়পুর থানায় তিনজনকে আসামি করে ধর্ষণের মামলা করেন।

মিলন হাওলাদার (২৮) ও আলমগীর হোসেন (৪২) এবং অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ ভোরে মিলন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে আলমগীর হোসেন ধর্ষণের ঘটনার পর গরু চুরির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ধর্ষণ মামলায় আলমগীর হোসেনকে শ্যোন অ্যারেস্ট দেখাতে আদালতে আবেদন করে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি মধ্যরাতে মিলন হাওলাদার, আলমগীর হোসেনসহ আরও একজন ভুক্তভোগী নারীর ঘরের সামনে গিয়ে দরজা খুলতে বলেন। এ সময় ওই নারী দরজা খোলার বিষয়টি জিজ্ঞাসা করলে তাঁরা জানান, তাঁর স্বামী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

ঘরের দরজা খুলে দিলে ওই নারীর মুখ চেপে তিনজন ধর্ষণ করেন। এ সময় ওই নারীর আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা। পালিয়ে যাওয়ার সময় ওই এলাকায় গরু চুরি করতে গেলে আলমগীর হোসেনকে আটক করে স্থানীয় লোকজন। পরে গরু চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি আলমগীর হোসেন ধর্ষণের পর গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আটক হন। গরু চুরির মামলায় সে কারাগারে রয়েছেন। ধর্ষণের মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়। অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল