হোম > সারা দেশ > চট্টগ্রাম

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাস-আল-খাইমাহতে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (৪৯) ও রতন মিয়া (৫০) নামের দুজনের বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার রাস-আল-খাইমাহর মাসাফি সড়কে দুর্ঘটনায় নিহত হন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন জাহাঙ্গীর আলমের চাচা মো. হাশেম।

নিহত জাহাঙ্গীর চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের পশ্চিম গোমদন্ডী বহদ্দার পাড়ার আব্দুল মোতালেবের ছেলে। রতন মিয়ার বাড়ি নারায়ণগঞ্জে। তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। 

জানা গেছে, নিহত জাহাঙ্গীর রাস আল খাইমাহ মিউনিসিপ্যালটির একজন ইলেকট্রিক্যাল ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে সপরিবারে বসবাস করছিলেন। তাঁর স্ত্রী, তিন মেয়ে এবং ৪ মাস বয়সী এক ছেলে রয়েছে। 

নিহত জাহাঙ্গীরের মামা মো. হাশেম জানান, ‘দুই মাস আগে জাহাঙ্গীরের মা মারা যান। মায়ের মৃত্যুতে জাহাঙ্গীর দেশে এসেছিলেন। রমজানের দুই দিন আগে আবারও বিদেশে ফিরে যান জাহাঙ্গীর। সোমবার রাস আল খাইমাহ থেকে মাসাফি মিউনিসিপ্যালটি অফিসে যাওয়ার পথে একটি মালবাহী গাড়ির সাথে জাহাঙ্গীরের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা গেছে বলে জানতে পেরেছি। তাঁর মরদেহ শেখ সাকর হাসপাতালের হিমাগারে রয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।’ 

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু