হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

শেখ হাসিনার জন্যই দেশে আজ এত পরিবর্তন: পরিকল্পনামন্ত্রী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাংলাদেশ কোনো সাধারণ দেশ নয়, বাইরের থেকে এসে আমাদের অনেক দিন নিয়ন্ত্রণ করেছিল। মহান স্বাধীনতা না এলে আমাদের এত পরিবর্তন হতো না। এত অর্জনের মধ্যেও আমাদের অন্যদিকে ধাবিত করে রাখতে চায়, আমরা সে পথে থাকব না ও যাব না। দেশে মতবিরোধ থাকতে পারে, তবে শেখ হাসিনার জন্যই দেশে আজ এত পরিবর্তন হয়েছে।’ 

আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুরে ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের শিক্ষাবৃত্তি ও শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এম এ মান্নান বলেন, নবীনগরে হবে কি না জানি না, তবে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। প্রত্যেক জেলায় পর্যায়ক্রমে একটি করে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে সরকারের। 

এ সময় অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে ও অধ্যক্ষ ইকবাল হোসেনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাগীর আলম, জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক, সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু