হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে (সম্মান) ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ভর্তি পরীক্ষার এই অনলাইন কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। 

আজ থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

এবারও চবির ইউনিট ও উপ-ইউনিট প্রতি নির্ধারিত আবেদন ফি ধরা হয়েছে ৫৫০ টাকা। রকেট অথবা বিকাশের মাধ্যম জমা দেওয়া যাবে এ ফি।

চবির ওয়েবাসাইটের (https://admission.cu.ac.bd) মাধ্যমে আবেদন করতে হবে।  

উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার বলেন, আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র জন্য অত্যন্ত আনন্দের দিন। প্রথমবারের মত একান্তভাবে নিজেদের সফটওয়্যার ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম উদ্বোধন হলো। এর মধ্য দিয়ে চবির ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হল এক নবদিগন্ত। ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এসএম সালামত উল্যা ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডিসহ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট