হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে (সম্মান) ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ভর্তি পরীক্ষার এই অনলাইন কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। 

আজ থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

এবারও চবির ইউনিট ও উপ-ইউনিট প্রতি নির্ধারিত আবেদন ফি ধরা হয়েছে ৫৫০ টাকা। রকেট অথবা বিকাশের মাধ্যম জমা দেওয়া যাবে এ ফি।

চবির ওয়েবাসাইটের (https://admission.cu.ac.bd) মাধ্যমে আবেদন করতে হবে।  

উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার বলেন, আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র জন্য অত্যন্ত আনন্দের দিন। প্রথমবারের মত একান্তভাবে নিজেদের সফটওয়্যার ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম উদ্বোধন হলো। এর মধ্য দিয়ে চবির ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হল এক নবদিগন্ত। ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এসএম সালামত উল্যা ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডিসহ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের