হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে আম পাড়াকে কেন্দ্র করে মারামারিতে আহত বৃদ্ধার মৃত্যু, গ্রেপ্তার ২

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে আম পাড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আহত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে গতকাল সোমবার রাতে। তাঁর নাম বলকিছ খাতুন (৭০)। গত শুক্রবার কাঞ্চননগর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় মারামারি হয়। এদিকে এ ঘটনায় আজ মঙ্গলবার দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন মৃত ইসমাইলের ছেলে আলী আছকর (৬৭) এবং আব্দুর রহমান চৌধুরীর স্ত্রী আমেনা আক্তার (৩২)।  

পুলিশ সূত্রে জানা যায়, মাইজপাড়া এলাকায় গত শুক্রবার বেলা ১১টার দিকে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। একপর্যায়ে এলাকার মৃত সাহেব মিয়ার স্ত্রী বিলকিছ খাতুনের মাথায় আঘাত পান। তখন কেবল প্রাথমিক চিকিৎসা নেন তিনি। পরে অসুস্থ হয়ে পড়লে সোমবার রাতে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।  

পুলিশ সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার বিলকিছ খাতুনের ছেলে মীর কাশেম (৩৫) বাদী হয়ে দুজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে কাঞ্চননগর ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। 

থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল করে মর্গে পাঠায়। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি