হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে আম পাড়াকে কেন্দ্র করে মারামারিতে আহত বৃদ্ধার মৃত্যু, গ্রেপ্তার ২

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে আম পাড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আহত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে গতকাল সোমবার রাতে। তাঁর নাম বলকিছ খাতুন (৭০)। গত শুক্রবার কাঞ্চননগর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় মারামারি হয়। এদিকে এ ঘটনায় আজ মঙ্গলবার দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন মৃত ইসমাইলের ছেলে আলী আছকর (৬৭) এবং আব্দুর রহমান চৌধুরীর স্ত্রী আমেনা আক্তার (৩২)।  

পুলিশ সূত্রে জানা যায়, মাইজপাড়া এলাকায় গত শুক্রবার বেলা ১১টার দিকে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। একপর্যায়ে এলাকার মৃত সাহেব মিয়ার স্ত্রী বিলকিছ খাতুনের মাথায় আঘাত পান। তখন কেবল প্রাথমিক চিকিৎসা নেন তিনি। পরে অসুস্থ হয়ে পড়লে সোমবার রাতে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।  

পুলিশ সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার বিলকিছ খাতুনের ছেলে মীর কাশেম (৩৫) বাদী হয়ে দুজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে কাঞ্চননগর ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। 

থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল করে মর্গে পাঠায়। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে