হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মানিকছড়িতে ওএমএসের চাল আটকের ঘটনায় ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে ওএমএসের ৯০ বস্তা চাল আটকের ঘটনায় ডিলার ও ছাত্রলীগের উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মো. মাসুদ হোসেন বাপ্পিকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন ও সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকছড়ি বাজারের ‘রহমানিয়া অটো রাইচ মিলের’ সামনে থেকে ওএমএসের ৯০ বস্তা চাল বোঝাই একটি জিপ (ঢাকা-ঠ–১১-৩০৫৭) আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে গাড়ি ও চাল জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনে নীতি–আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই। সম্প্রতি সময়ে সংগঠনের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. মাসুদ হোসেন বাপ্পি নীতি, আদর্শ ও সংগঠন বিরোধী কাজে লিপ্ত থাকায় উপজেলা ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাসুদ হোসেন বাপ্পি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দীর্ঘ ১৩ বছর ধরে সততার সঙ্গে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। ঠিক কোন কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তা আমি জানি না। সম্ভবত সম্প্রতি সময়ে ষড়যন্ত্র মূলকভাবে ঘটে যাওয়া তদন্তাধীন একটি ঘটনার কারণেই অব্যাহতি দেওয়া হয়েছে। তবে একটি পক্ষ দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে। এটি আমার বিরুদ্ধে ওই  ষড়যন্ত্রের অংশ।’

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ডাকাতি, দুই নিরাপত্তা প্রহরী খুন

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল