হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মানিকছড়িতে ওএমএসের চাল আটকের ঘটনায় ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে ওএমএসের ৯০ বস্তা চাল আটকের ঘটনায় ডিলার ও ছাত্রলীগের উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মো. মাসুদ হোসেন বাপ্পিকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন ও সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকছড়ি বাজারের ‘রহমানিয়া অটো রাইচ মিলের’ সামনে থেকে ওএমএসের ৯০ বস্তা চাল বোঝাই একটি জিপ (ঢাকা-ঠ–১১-৩০৫৭) আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে গাড়ি ও চাল জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনে নীতি–আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারও স্থান নেই। সম্প্রতি সময়ে সংগঠনের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. মাসুদ হোসেন বাপ্পি নীতি, আদর্শ ও সংগঠন বিরোধী কাজে লিপ্ত থাকায় উপজেলা ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাসুদ হোসেন বাপ্পি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দীর্ঘ ১৩ বছর ধরে সততার সঙ্গে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। ঠিক কোন কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তা আমি জানি না। সম্ভবত সম্প্রতি সময়ে ষড়যন্ত্র মূলকভাবে ঘটে যাওয়া তদন্তাধীন একটি ঘটনার কারণেই অব্যাহতি দেওয়া হয়েছে। তবে একটি পক্ষ দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে। এটি আমার বিরুদ্ধে ওই  ষড়যন্ত্রের অংশ।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির