হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুদ্ধাপরাধীদের কবর থেকে তুলে আবারও ফাঁসি দিতে বলেছে ওআইসি: নদভী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী বলেছেন, ‘ওআইসির নেতাদের যুদ্ধাপরাধীদের সম্পর্কে বলার পর, তাঁরা আমাকে বলেছেন, তাহলে তো ওনাদের (যুদ্ধাপরাধীদের) কবর থেকে তুলে আবারও ফাঁসি দেওয়া দরকার।’ 

আজ শুক্রবার চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নদভী বলেন, ‘আমি দু-তিন মাসে অনেক দেশ ঘুরেছি। ওআইসিভুক্ত ৫৭টি দেশের সম্মেলনে আমি যোগ দিয়েছি। ৫৭টি দেশের স্পিকার, ৩০০-এর মতো এমপি উপস্থিত ছিলেন ওই সম্মেলনে। আরবি ভাষায় ১১ মিনিট বক্তব্য দিয়েছি। ওনারা আমাকে যুদ্ধাপরাধীসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। আমি সুন্দর করে সেই সব প্রশ্নের উত্তর দিয়েছি।’ 

নদভী আরও বলেন, ‘আমার প্রশ্নে সন্তুষ্ট হয়ে ওনারা বলেছেন, তাহলে তো ওনাদের (যুদ্ধাপরাধীদের) কবর থেকে তুলে আবারও ফাঁসি দেওয়া দরকার।’ 

নিজেকে মুমিন দাবি করে নদভী বলেন, ‘আল্লাহ বলেছেন মুমিনদের গভীরতা বুঝিও। অর্থাৎ মুমিনরা যে কথাগুলো বলে, সেগুলো আল্লাহ তাদের মাধ্যমে জানিয়ে দেন। আগামীবারও শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসবে।’

নদভী বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে নিয়ে এমন একটি বই লিখেছি, এই রকম বই আর কেউ লেখেননি। এই বইটাতে অনেক তথ্য আছে। ইংরেজি, আরবিসহ কয়েকটি ভাষায় বইটি প্রকাশ করব। সামনে প্রধানমন্ত্রীর কাছে যাব। তিনি ভূমিকা লিখবেন। তারপর এটি প্রকাশ করে ওআইসিভুক্ত সব দেশের কাছে পাঠাব।’

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান