হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি জেলে আহত 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে মো. হোসেন আলী (৫০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এতে তিনি দুই পায়ে গুলিবিদ্ধ হলেও ডান পায়ের কবজি উড়ে গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় নাফ নদীর হোয়াইক্যং পয়েন্টে এ ঘটনা ঘটেছে। 

আহত জেলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালু খালি গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহতের পরিবার জানায়, বুধবার বিকেলে নাফনদীর হোয়াইক্যং পয়েন্টে মিয়ানমার অংশের কাছাকাছি মাছ ধরতে যান জেলে হোসেন আলী। সন্ধ্যার দিকে হঠাৎ আরাকান থেকে তার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে তার ডান পায়ের কবজি উড়ে যায় এবং বাম পায়েও গুলি লাগে। 

এ সময় সঙ্গে থাকা জেলেরা তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নাফ নদীতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হয়েছে। তবে কার ছোড়া গুলিতে জেলে আহত হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ ইউএনও বলেন, ‘সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে যুদ্ধ চলছে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ