হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি জেলে আহত 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে মো. হোসেন আলী (৫০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এতে তিনি দুই পায়ে গুলিবিদ্ধ হলেও ডান পায়ের কবজি উড়ে গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় নাফ নদীর হোয়াইক্যং পয়েন্টে এ ঘটনা ঘটেছে। 

আহত জেলে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালু খালি গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহতের পরিবার জানায়, বুধবার বিকেলে নাফনদীর হোয়াইক্যং পয়েন্টে মিয়ানমার অংশের কাছাকাছি মাছ ধরতে যান জেলে হোসেন আলী। সন্ধ্যার দিকে হঠাৎ আরাকান থেকে তার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে তার ডান পায়ের কবজি উড়ে যায় এবং বাম পায়েও গুলি লাগে। 

এ সময় সঙ্গে থাকা জেলেরা তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নাফ নদীতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হয়েছে। তবে কার ছোড়া গুলিতে জেলে আহত হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ ইউএনও বলেন, ‘সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে যুদ্ধ চলছে।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু