হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের তিন দিন পর ছড়া থেকে অটোচালকের লাশ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের তিন দিন পর ওমর ফারুক (৫০) নামের একটি অটোরিকশার চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ছড়ারকুলস্থ বালুরটাল সংলগ্ন ছড়া থেকে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। 

আজ সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক শেখ মো. জাবেদ মিয়া। 

অটোরিকশা চালক ওমর ফারুক চিকনদণ্ডী ইউনিয়নের ছড়ারকুল ১ নম্বর ওয়ার্ডের ইকবাল চেয়ারম্যান বাড়ির মৃত জাফর আহমদের বড় ছেলে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আজম খান। 

ওমর ফারুকের ছোট ভাই মো. আবদুল খালেক বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আমার বড় ভাই ওমর ফারুক নিখোঁজ ছিলেন। আজ বিকেলে ছড়ারকুলস্থ বালুরটাল সংলগ্ন একটি ছড়ায় ভাইয়ের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে সেখানে গিয়ে দেখি এটি ভাইয়ের লাশ। ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা নেই। তবে, তাঁর মাছ ধরার অভ্যাস আছে। ধারণা করছি তিনি মাছ ধরতে গিয়ে ছড়ায় পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।’ 

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়ক সংলগ্ন একটি ছড়া থেকে এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম