হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম আব্দুল্লাহ আল মামুন (২১)। তিনি মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড গোভনিয়া এলাকার বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিন বলেন, আনুমানিক রাত ৩টার দিকে পশ্চিম খৈয়াছড়া এলাকার রফিক চেয়ারম্যানের পাশের বাড়ির সাইমুনের মোটরসাইকেল ঘরের আঙিনা থেকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ওই যুবককে আটক করে এলাকাবাসী। পরে তাকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করেছে তারা। এই এলাকায় এর আগেও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, ‘খৈয়াছড়া এলাকায় মোটরসাইকেল চুরির সময় স্থানীয় লোকজন মামুন নামে একজনকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছে একটি করাত, একটি স্ক্রু ও একটি ছুরি পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া বিভিন্ন সময়ে মোটরসাইকেল চুরির ঘটনায় সে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ