হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেই ইভিএম নষ্ট ছিল, ছিনতাই হয়নি: ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে গত বৃহস্পতিবারের উপজেলা উপনির্বাচনে ভোট গ্রহণের সময় স্থানীয় এক যুবলীগ নেতা ইভিএমের যে ইউনিট ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন, তা নষ্ট বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল শুক্রবার জানতে চাইলে ইসি আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাই হয়নি। একটি ব্যালট ইউনিট নষ্ট ছিল। সেটি পাশে রাখা ছিল। যিনি নিয়ে গেছেন, তাঁকে আটকও করা হয়েছে। আর প্যানেল নিলে তো ভোট দিতে পারবে না।’

নষ্টের দোহাই দিয়ে ইসি বিষয়টি এড়িয়ে গেছে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, ভোট গ্রহণের সময় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্র থেকে বাইরে নিয়ে যাওয়ার ঘটনাটি ভবিষ্যতের জন্য অশনিসংকেত।

বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা রমণীমোহন উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের ৪ নম্বর বুথ থেকে ব্যালট ইউনিট কেন্দ্রের বাইরে নিয়ে যান ইউনিয়ন যুবলীগ নেতা নির্মলেন্দু দে। তাঁর কাছ থেকে ব্যালট ইউনিটটি উদ্ধার করেন একই সংগঠনের সভাপতি রতন চৌধুরী। এ ঘটনায় রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ‘শুধু ব্যালট নয়, ইভিএমও ছিনতাই হয়, সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বোয়ালখালীর ঘটনা। প্রকৃত অপরাধীকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত।’ বোয়ালখালীর এ ঘটনায় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তার দায় আছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে যুবলীগ নেতা নির্মলেন্দুর বিরুদ্ধে বোয়ালখালী থানায় বৃহস্পতিবার রাতে পেনাল কোডের ৩৮০ ও ৪১১ ধারায় মামলা করেছেন কেন্দ্রের দায়িত্ব পালনকারী প্রিসাইডিং কর্মকর্তা সজল দাশ।

বোয়ালখালী থানার ওসি মো. আবদুর রাজ্জাক বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি