হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

বাঁশখালীতে পুড়ে যাওয়া দোকান। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার রাত দেড়টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ দোকানগুলোতে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মোহাম্মদ পারভেজের (মুদি দোকান), হারুন (সবজি দোকান), রুবেল (মুদি দোকান), মিনার (কীটনাশকের দোকান), ইউনুস (মোবাইল), আজিজ আহমেদ (রাইস মিল), কাশেমের দুটি দোকান। এ সময় স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা বলেন, রাত ১০টায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। দেড়টার দিকে মোবাইলে ফোনে কল আসে আমাদের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দৌড়ে এসে দেখি দোকানগুলো পুড়ে গেছে। এতে অন্তত ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম বাহারচড়া মোশাররফ আলী বাজার পর্যন্ত পৌঁছালে আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাই। প্রাথমিকভাবে স্থানীয়দের থেকে জেনেছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী