হোম > সারা দেশ > কক্সবাজার

নাফ নদীতে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেকনাফে নাফ নদী দিয়ে মাছ ধরার ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারীদের কাছ থেকে জব্দ করা হয় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

মঙ্গলবার (১৮ জুন) সকালে নাজিরপাড়া বিওপি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নির্দেশনায় নদী ও তীরবর্তী বিভিন্ন কৌশলগত পয়েন্টে অতিরিক্ত টহল বসানো হয়। বেলা আনুমানিক ১১টার দিকে একটি নৌকাকে সন্দেহজনক মনে হলে বিজিবির নৌ-টহল দল তাদের পিছু নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলেও বাংলাদেশের জলসীমার প্রায় ১০০ গজ ভেতরে গিয়ে নৌকাটি আটক করা হয়।

তল্লাশির একপর্যায়ে নৌকার পাটাতনের নিচে বিশেষভাবে মোড়ানো অবস্থায় একটি জালের ভেতর থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা। একই সময় মিয়ানমারের মংডু জেলার ডেইলপাড়া এলাকার দুই বাসিন্দা মো. জুবায়ের (২০) ও নুরুল আমিন (২২) নামের দুই যুবককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে নদীতে মাছ ধরার ভান করে অপেক্ষমাণ বাংলাদেশি পাচারকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল।

বিজিবি আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িত বাংলাদেশি সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

চট্টগ্রামে আর্মড পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অপহরণ মামলায় বন্দী ৭ বছরের শিশুকে আদালতের আদেশে মুক্তি

আয়ে ২ কোটি টাকার গরমিল, সাবেক মন্ত্রীর এপিএস নুর খানের বিরুদ্ধে দুদকের মামলা

আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি, নিয়ে গেছে সিসি ক্যামেরার ডিভিআরও

কর্ণফুলীতে আগুনে পুড়ল তিনটি ঘর

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দোকানের কর্মচারীর মৃত্যু

চট্টগ্রামে সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন গ্রেপ্তার

দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন, চট্টগ্রামে ‘পাহাড়খেকো’ জসিমের বিরুদ্ধে দুদকের মামলা