হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় দাঁড়িয়ে দেওয়া হয়েছে গণটিকা, ক্ষুব্ধ এলাকাবাসী 

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় ৩০০ জনকে দাঁড়িয়ে থাকা অবস্থায় টিকা প্রয়োগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের আশিয়া উচ্চবিদ্যালয় গণটিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এদিন গণটিকা কার্যক্রমের নির্ধারিত তারিখ থাকায় টিকার দ্বিতীয় ডোজ নিতে আসেন অনেকে। দাঁড়িয়ে টিকা নেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় এলাকাবাসী। 

সরেজমিনে দেখা যায়, সারি সারি লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ। একজন স্বাস্থ্য সহকারী ইনজেকশন নিয়ে পুশ করছেন ভ্যাকসিন। নেই কোনো বসার ব্যবস্থা। যেভাবে দাঁড়িয়েছেন, সেভাবেই দেওয়া হচ্ছে করোনার ভ্যাকসিন। 

টিকা নিয়ে আসা এক ব্যক্তি বলেন, টিকা নিতে আসা মানুষের জন্য বসার ব্যবস্থা রাখা হয়নি। যে যেভাবে পারছেন টিকা দিচ্ছেন। কোনো শৃঙ্খলা ছিল না টিকাকেন্দ্রে। 
 
জানা গেছে, এই কেন্দ্রে দুটি বুথে ৬০০ জনকে টিকা দেওয়া হয়। এর মধ্যে একটি বুথের দায়িত্বে ছিলেন স্বাস্থ্য সহকারী শামীম আজাদ ও সফুরা বেগম। শামীম ও সফুরা দায়িত্ব পালন করা এই বুথে ঘটে এমন ঘটনা। এই বুথে টিকা নিতে আসা ৩০০ জনকেই দাঁড়িয়ে থাকা অবস্থায় ভ্যাকসিন প্রয়োগ করা হয়। 

ঘটনার বিষয়ে টিকা প্রয়োগের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী শামীম আজাদ বলেন, আমার উচ্চরক্তচাপ রয়েছে। এ ছাড়া আমার কোমরে ব্যথা থাকার কারণে আমি দাঁড়িয়ে টিকা প্রয়োগ করেছি। 

সঙ্গে থাকা আরেক স্বাস্থ্য সহকারী তখন কী করছিলেন এমন প্রশ্নে শামীম বলেন, তিনি টিকার কার্ড সংগ্রহ করে তা যাচাইবাছাই করছিলেন। একজন হওয়ার কারণে এত মানুষের চাপ সামলাতে একটু বেগ পেতে হয় বলে জানান তিনি। 

পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, দাঁড়িয়ে টিকা প্রয়োগের কোনো সুযোগ নেই। কেউ এমন কাজ করে থাকলে তাঁকে জবাবদিহির আওতায় আসতে হবে। তাঁর বিরুদ্ধে অফিশিয়ালি ব্যবস্থা নেওয়া হবে। 

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, দাঁড়িয়ে টিকা প্রয়োগ করা কোনোভাবেই ঠিক নয়। ক্ষেত্রবিশেষে দু-একজন হয়তো দাঁড়িয়ে টিকা নিতে পারেন। তবে গণহারে দাঁড়িয়ে টিকা দেওয়া হলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ