হোম > সারা দেশ > কক্সবাজার

তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে গুলি চালিয়ে তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার দুপুরে উপজেলার লেদা-সংলগ্ন নাফ নদী থেকে তাঁদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।

তিন জেলে হলেন সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তাঁরা টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, নাফ নদীতে তিন জেলে নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছিলেন। এ সময় আরাকান আর্মি তাঁদের দেখে গুলি চালায়। পরে তাঁদের ধাওয়া করে তুলে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘নাফ নদী থেকে তিনজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

বিষয়টি অবগত হয়েছেন জানিয়ে ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, তাঁরা জেলে, নাকি মাদক কারবারি, তা পরিষ্কার নয়। ওই সীমান্ত এলাকা দিয়ে মাদকের বড় বড় চালান জব্দের ঘটনা ঘটেছে। তাঁরা মাদক আনতে মিয়ানমারে গিয়েছিলেন কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। জেলে হয়ে থাকলে তাঁদের ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত