হোম > সারা দেশ > কক্সবাজার

তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে গুলি চালিয়ে তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার দুপুরে উপজেলার লেদা-সংলগ্ন নাফ নদী থেকে তাঁদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।

তিন জেলে হলেন সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তাঁরা টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, নাফ নদীতে তিন জেলে নৌকা নিয়ে মাছ ধরতে নেমেছিলেন। এ সময় আরাকান আর্মি তাঁদের দেখে গুলি চালায়। পরে তাঁদের ধাওয়া করে তুলে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘নাফ নদী থেকে তিনজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’

বিষয়টি অবগত হয়েছেন জানিয়ে ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, তাঁরা জেলে, নাকি মাদক কারবারি, তা পরিষ্কার নয়। ওই সীমান্ত এলাকা দিয়ে মাদকের বড় বড় চালান জব্দের ঘটনা ঘটেছে। তাঁরা মাদক আনতে মিয়ানমারে গিয়েছিলেন কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। জেলে হয়ে থাকলে তাঁদের ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে।

বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

চট্টগ্রামে আর্মড পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অপহরণ মামলায় বন্দী ৭ বছরের শিশুকে আদালতের আদেশে মুক্তি

আয়ে ২ কোটি টাকার গরমিল, সাবেক মন্ত্রীর এপিএস নুর খানের বিরুদ্ধে দুদকের মামলা

আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি, নিয়ে গেছে সিসি ক্যামেরার ডিভিআরও

কর্ণফুলীতে আগুনে পুড়ল তিনটি ঘর

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দোকানের কর্মচারীর মৃত্যু

চট্টগ্রামে সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন গ্রেপ্তার

দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন, চট্টগ্রামে ‘পাহাড়খেকো’ জসিমের বিরুদ্ধে দুদকের মামলা