হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালী জেলা কারাগারের হাজতির মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। তাঁর নাম আবুল বাশার বাদশা (৪৬)। আজ সোমবার দুপুর ১২টার দিকে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আবুল বাশার মাদক মামলায় গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন। তিনি বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের মীর আলীপুর গ্রামের গোলাম রহমানের ছেলে। 

কারাগার সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে মাদক মামলায় গ্রেপ্তারের পর বাশারকে কারাগারে পাঠানো হয়। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় তাঁকে একাধিকবার হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে সুস্থতা অনুভব করায় তাঁকে কারাগারে নেওয়া হয়। 

আজ দুপুরে আবারও তিনি অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন। তিনি ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাজতে বন্দী রয়েছেন। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বেগমগঞ্জ থানায় এ মামলা করা হয়। 

জেলা কারাগারের ডেপুটি জেলার সৈয়দ মো. জাবেদ হোসেন বলেন, বাদশা হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে তাঁর বুকে ব্যথা উঠত। একাধিকবার তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫