হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচন: ১৩ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। যাচাই-বাছাই শেষে ১৩ জনের মধ্যে ৫ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী আশরাফ উদ্দিন মন্তু, শাহ মফিজ, মোহন মিয়া ও আব্দুর রহিম। 

হলফনামায় স্বাক্ষর না থাকা, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর ও ব্যাংক স্টেটমেন্ট দাখিল না করাসহ বিভিন্ন ত্রুটির কারণে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

মনোনয়ন বৈধ ঘোষণা করা ৮ প্রার্থী হলেন  বিএনপি থেকে বহিষ্কৃত ও সদ্য সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু আসিফ আহমেদ এবং জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল। 

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ১৩টি মনোনয়নপত্র পেয়েছি। যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে ত্রুটি পেয়েছি। তাই সেগুলো বাতিল করা হয়। বাকি ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। যাঁরা যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছেন তাঁরা আগামী ৩ দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।’

কেন্দ্রীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে গত ১১ ডিসেম্বর বিএনপির অন্য ৬ সংসদ সদস্যের সঙ্গে পদত্যাগ করেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াও। ফলে এই আসনটি শূন্য ঘোষণা করে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে কোনো প্রার্থী দেয়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী