হোম > সারা দেশ > কক্সবাজার

শিবিরে মানবপাচারে তৎপর রোহিঙ্গা দালালেরা, আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

শিবিরে মানবপাচারের অপতৎপরতা শুরু করছে রোহিঙ্গা দালালেরা। প্রতিবছর শীত মৌসুম এলে সাগর শান্ত থাকার সুবাদে এমন প্রক্রিয়া শুরু করে দালালেরা। এরই পরিপ্রেক্ষিতে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

গতকাল রোববার রাতে উনছিপ্রাং রোহিঙ্গা শিবির থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো টেকনাফের ২২ নম্বর রোহিঙ্গা শিবিরের আশ্রিত রোহিঙ্গা আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ ঈসা ও একই ক্যাম্পের বি/ ২ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে সিরাজুল ইসলাম। 

 ১৬ এপবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী নুর এসব তথ্য নিশ্চিত করেন। 

মো. হাসান বারী বলেন, রোহিঙ্গা শিবির থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শিবিরের ব্লকে মালয়েশিয়া পাচারের জন্য কাজ করছে কিছু রোহিঙ্গা দালাল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুজন মানব পাচারকারীকে আটক করেছেন ১৬ এপিবিএন সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। তাদের টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

মো. হাসান বারী নুর আরও বলেন, মানব পাচারকারী চক্রের মাধ্যমে যাতে নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে ও কোথাও পাচার না হয়, সে ব্যাপারে তৎপর রয়েছে এপিবিএন পুলিশ। 

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড