হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী টানেলে দুর্ঘটনায় নারীসহ আহত ৩

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান এক আহত নারী। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস দুর্ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে টানেলের ভেতর পতেঙ্গা থেকে আনোয়ারা আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মাইক্রোবাসের চালক আনোয়ারার বাসিন্দা আমজাত হোসেন (২৪), যাত্রী সাতকানিয়ার আফিয়া বেগম (২৬) ও নোয়াখালীর ফাকেরা বেগম (২৬)। দুর্ঘটনায় টানেলের ডেকোরেটিভ বোর্ডের ক্ষতি হয়েছে।

টানেলে নিয়োজিত কর্মীরা জানান, পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা যাওয়ার পথে টানেলের ভেতরে মাইক্রোবাসটি টানেল টিউবের দেয়ালে ধাক্কা দেয়। এ সময় গাড়িতে থাকা চালক, নারী যাত্রীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের টানেল নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা উদ্ধার করে এবং গাড়িটি জব্দ করেন। গাড়ির আঘাতে টানেল ডেকোরেটিভ বোর্ডের ক্ষতি হয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উচ্ছ্বাস কানন জানান, টানেলে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার পর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্ণফুলী টানেল নিরাপত্তা ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার ফারুক আহমেদ বলেন, অতিরিক্ত গতির কারণে মাইক্রোবাস দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে টানেলের ডেকোরেটিভ বোর্ড ও বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষতি হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি