হোম > সারা দেশ > চাঁদপুর

অতিথি পাখির কলতানে মুখর চাঁদপুরের চরাঞ্চল

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

শীতের আগমনে অতিথি পাখির কলতানে মতলব উত্তরের চরাঞ্চল মুখর হয়ে উঠেছে। প্রকৃতিতে লেগেছে নান্দনিক ছোঁয়া। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকাশিম, বোরো চর, চরওমেদ, জহিরাবাদ চর, চর হুরমহিষা, চর এলেন, চর জিংকিং, চর ওয়েষ্টার, বাহেরচরে এখন পাখিদের মেলা বসেছে। 

বিচিত্র পাখপাখালির মধুময় কলতানে প্রতিদিন মুখরিত হয়ে উঠছে এখানকার জনপদ। বছরজুড়ে হরেক রকম পাখির সমাবেশে সরব থাকলেও, শীতে যেন নতুন প্রাণ পায় এসব অঞ্চলের পাখিরা। এদের সঙ্গে যোগ দেয় সাইবেরিয়াসহ পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে আগত পাখির দল। এরই মধ্যে হাজারো প্রকৃতিপ্রেমীকে আকৃষ্ট করেছে বিচিত্র ও বর্ণিল অতিথি পাখি। 

ইব্রাহিম গাজী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘চরের সৌন্দর্য বাড়িয়ে দেয় অতিথি পাখি। দল বেঁধে পাখিদের উড়ে বেড়ানো আর খাবার সংগ্রহের দৃশ্য সত্যিই অতুলনীয়। পাখিদের কিচিরমিচির শুনতে অনেক ভালো লাগে। শীত মৌসুমে অনেকে পাখি দেখতে এখানে ছুটে আসেন।’ 

তবে এলাকাবাসীর অভিযোগ, একশ্রেণির অসাধু শিকারি বিষটোপ, ধান ও ছোট ছোট মাছের সঙ্গে বিষ মিশিয়ে পাখি শিকারে বেপরোয়া হয়ে উঠেছে। চরে আশ্রয় নেওয়া পাখিরা অনেকটা অনিরাপদ হয়ে পড়েছে। এ ছাড়া অতিথি পাখিরা আবাসস্থল, বিচরণভূমি ও খাদ্যের সংকটেও রয়েছে। 

এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘শীতের শুরুতে মতলব উত্তরের বিভিন্ন চরে অতিথি পাখির আগমন শুরু হয়েছে। অতিথি পাখি নিধন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর