হোম > সারা দেশ > চাঁদপুর

অতিথি পাখির কলতানে মুখর চাঁদপুরের চরাঞ্চল

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

শীতের আগমনে অতিথি পাখির কলতানে মতলব উত্তরের চরাঞ্চল মুখর হয়ে উঠেছে। প্রকৃতিতে লেগেছে নান্দনিক ছোঁয়া। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরকাশিম, বোরো চর, চরওমেদ, জহিরাবাদ চর, চর হুরমহিষা, চর এলেন, চর জিংকিং, চর ওয়েষ্টার, বাহেরচরে এখন পাখিদের মেলা বসেছে। 

বিচিত্র পাখপাখালির মধুময় কলতানে প্রতিদিন মুখরিত হয়ে উঠছে এখানকার জনপদ। বছরজুড়ে হরেক রকম পাখির সমাবেশে সরব থাকলেও, শীতে যেন নতুন প্রাণ পায় এসব অঞ্চলের পাখিরা। এদের সঙ্গে যোগ দেয় সাইবেরিয়াসহ পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে আগত পাখির দল। এরই মধ্যে হাজারো প্রকৃতিপ্রেমীকে আকৃষ্ট করেছে বিচিত্র ও বর্ণিল অতিথি পাখি। 

ইব্রাহিম গাজী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘চরের সৌন্দর্য বাড়িয়ে দেয় অতিথি পাখি। দল বেঁধে পাখিদের উড়ে বেড়ানো আর খাবার সংগ্রহের দৃশ্য সত্যিই অতুলনীয়। পাখিদের কিচিরমিচির শুনতে অনেক ভালো লাগে। শীত মৌসুমে অনেকে পাখি দেখতে এখানে ছুটে আসেন।’ 

তবে এলাকাবাসীর অভিযোগ, একশ্রেণির অসাধু শিকারি বিষটোপ, ধান ও ছোট ছোট মাছের সঙ্গে বিষ মিশিয়ে পাখি শিকারে বেপরোয়া হয়ে উঠেছে। চরে আশ্রয় নেওয়া পাখিরা অনেকটা অনিরাপদ হয়ে পড়েছে। এ ছাড়া অতিথি পাখিরা আবাসস্থল, বিচরণভূমি ও খাদ্যের সংকটেও রয়েছে। 

এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘শীতের শুরুতে মতলব উত্তরের বিভিন্ন চরে অতিথি পাখির আগমন শুরু হয়েছে। অতিথি পাখি নিধন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০