হোম > সারা দেশ > কক্সবাজার

বদির ভগ্নিপতির বিরুদ্ধে দুদকের মামলা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভগ্নিপতি নুরুল হোছাইনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

অভিযুক্ত নুরুল হোছাইন টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার আমির হোছাইনের ছেলে। তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির মামাতো বোনের স্বামী এবং টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের আপন ভগ্নিপতি। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নুরুল হোছাইনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৩ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

মামলার বাদী দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, নুরুল হোছাইন ও তাঁর ভাই আবদুর রহিমের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ে ইয়াবা ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত করা হয়। ২০১৮ সালের ২৯ নভেম্বর নুরুল হোছাইন ডাকযোগে সম্পদের হিসেবের বিবরণী দেন। বিবরণী যাচাই-বাছাইকালে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৩ লাখ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। পরে মামলার সুপারিশ জানিয়ে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৫ নভেম্বর মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। 

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুষার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় নথিভুক্ত করা হয়েছে। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত