হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের সাত দিন পর পুকুর পাড়ে মিলল শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে নিখোঁজের সাত দিন পর পুকুর পাড় থেকে আইনী ওরফে আঁখি মনি (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করা হয়েছে। 

আজ বুধবার ভোরে পাহাড়তলী আলম তারা পুকুরপাড় এলাকা থেকে এই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি পাহাড়তলী এলাকার আব্দুল হাদি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে পাহাড়তলীর আব্দুর কাজীর দীঘিরপাড় এলাকায় থাকত। 

পিবিআই চট্টগ্রাম মহানগর শাখার পুলিশ সুপার নাইমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে। 

২১ মার্চ শিশুটি নিখোঁজ হয়। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শরমিন জাহানের আদালতে স্থানীয় মো. রুবেল নামের এক যুবকের বিরুদ্ধে শিশুটিকে অপহরণের অভিযোগে মামলা করেন শিশুটির মা। 

বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ জানান, বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, বিড়াল ছানার লোভ দেখিয়ে আঁখি মনিকে অপহরণ করা হয়েছে। শিশুটি ঘটনার দিন বিকেলে আরবি পড়তে বাসা থেকে বেরিয়েছিল। এর পর থেকে নিখোঁজ ছিল সে। পরে সিসিটিভির ফুটেজে শিশুটিকে এক যুবক নিয়ে যেতে দেখা যায়।

পিবিআই পরিদর্শক মো. ইলিয়াছ জানান, শিশুটি নিখোঁজের পর পিবিআই একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে, আলম তারা পুকুরপাড়ে নিখোঁজ শিশুর মরদেহের সন্ধান পাওয়া যায়।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত