হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুর শহর পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান

চাঁদপুর প্রতিনিধি

বিপণিবাগ বাজার এলাকায় অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশত ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিপণিবাগ বাজার এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগে অভিযান চালায়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদারসহ পৌরসভার কর্মকর্তারা।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার জানান, পৌরসভার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরাতে ইতিপূর্বে শহরে মাইকিং করা হয়। অভিযানের আগে অনেকে স্থাপনা সরালেও যাঁরা অবৈধ স্থাপনা সরাননি, তাঁদেরগুলো উচ্ছেদ করা হয়।

অবৈধভাবে গড়ে তোলা দোকানগুলো উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

প্রথমে বিপণিবাগ বাজার এলাকায় অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়। ফুটপাত দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে সব স্থানেই উচ্ছেদ অভিযান চালানো হবে। এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে শহরে শৃঙ্খলা ফিরে আসবে এবং যানজটমুক্ত হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত