হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে ‘এ’ ইউনিটের ভর্তিপরীক্ষা মঙ্গলবার শুরু, প্রতি আসনে লড়বে ৬২ জন 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সম্মান প্রথম বর্ষে ‘এ’ ইউনিটের ভর্তিপরীক্ষা আগামীকাল মঙ্গল ও বুধবার চলবে। এ ছাড়া বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে ২৫ মে’র মধ্যে। ‘এ’ ইউনিটে প্রতি আসনের জন্য আবেদন করেছেন ৬২ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৪ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ৬২ জন। পরীক্ষা মঙ্গল ও বুধবার সকাল-বিকেল চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রতিটি শিফটে ১৮ হাজার ৬৬৫ জন করে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী অংশ নেবেন।

‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ’ ইউনিটের পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ১৩টি কেন্দ্রে দুদিনে চার শিফটে অনুষ্ঠিত হবে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

এ দিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সার্বিক নিরাপত্তায় চার শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। পাশাপাশি চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে পুরো ক্যাম্পাসকে আনা হয়েছে গোয়েন্দা নজরদারির আওতায়। সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন সংগঠনগুলোর ওপর রাখা হচ্ছে বিশেষ নজরদারি। সংঘর্ষ, র‍্যাগিংসহ অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সুসম্পন্ন করতে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে আছি।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল