হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত কলেজছাত্রের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাসের ধাক্কায় আহত হওয়ার ১২ ঘণ্টা পর মুহাম্মদ রাকিব (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত একটার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) তাঁর মৃত্যু হয়।

এর আগে রোববার বেলা দেড়টার দিকে ডুলাহাজারা কলেজ গেট এলাকায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় গুরুতর আহত হন রাকিব। রাকিব ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর গ্রামের মুহাম্মদ মনছুর আলমের ছেলে ও ডুলাহাজারা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাকিব ও তাঁর বন্ধুরা গতকাল বেলা একটার দিকে ডুলাহাজারা কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা মারছা পরিবহনের যাত্রীবাহী দ্রুত গতির একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয় লোকজন ও কলেজ শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মাকসুদুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই কলেজ গেট এলাকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাস ভাঙচুর করে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে