হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত কলেজছাত্রের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাসের ধাক্কায় আহত হওয়ার ১২ ঘণ্টা পর মুহাম্মদ রাকিব (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত একটার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) তাঁর মৃত্যু হয়।

এর আগে রোববার বেলা দেড়টার দিকে ডুলাহাজারা কলেজ গেট এলাকায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় গুরুতর আহত হন রাকিব। রাকিব ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর গ্রামের মুহাম্মদ মনছুর আলমের ছেলে ও ডুলাহাজারা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাকিব ও তাঁর বন্ধুরা গতকাল বেলা একটার দিকে ডুলাহাজারা কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা মারছা পরিবহনের যাত্রীবাহী দ্রুত গতির একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয় লোকজন ও কলেজ শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মাকসুদুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই কলেজ গেট এলাকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাস ভাঙচুর করে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির