হোম > সারা দেশ > খাগড়াছড়ি

ঈদের চতুর্থ দিনেও সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্র ভাড়া নিয়ে নৈরাজ্য

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি-দীঘিনালার প্রায় ১৮ কিলোমিটার সড়কে সিএনজি ও মাহেন্দ্র গাড়িতে ভাড়া আদায়ে নৈরাজ্য দেখা দিয়েছে। এসব গাড়িতে যাত্রীদের হয়রানি করে দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করছেন সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্রচালকেরা। এতে দুর্ভোগে পোহাতে হচ্ছে স্থানীয়সহ দেশের বিভিন্নখানে কর্মরত যাত্রীদের। এতে তীব্র ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, সিএনজি অটোরিকশায় নিয়মিত ভাড়া ৬০ টাকা, মাহেন্দ্রে ৫০ টাকা। তবে ঈদের কথা বলে যানবাহনগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে অন্তত ১০০ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার দীঘিনালা বাস স্টেশন থেকে খাগড়াছড়িগামী যাত্রীদের কাছ থেকে ১০০ টাকা ভাড়া আদায় করছেন এসব গাড়ির চালকেরা। নিয়মবহির্ভূত ভাড়া দিতে না পারলে যাত্রীদের তোলা হচ্ছে না গাড়িতে। এতে অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা বসে থাকছেন স্টেশনে। 

ক্ষোভ প্রকাশ করে পোশাককর্মী উর্মি চাকমা (২১) বলেন, ‘ভাড়া বেশি না দিলে গাড়িতে উঠতে দিচ্ছে না।’ 

আরেক ভুক্তভোগী সুবর্ণা চাকমা বলেন, ‘দ্বিগুণ ভাড়া দিয়েই খাগড়াছড়ি যেতে হচ্ছে। তাই দীর্ঘ সময় ধরে বসে আছি স্টেশনে। উপায় না দেখে বেশি টাকা দিয়ে যেতে হচ্ছে সবাইকে।’ 

এ সময় খাগড়াছড়িগামী যাত্রী সুনয়ন ত্রিপুরা (৩৬) বলেন, ‘সিএনজি ও মাহেন্দ্রচালকেরা যাত্রীদের হয়রানি করে ভাড়া আদায় করছে, প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার।’ 

খাগড়াছড়িগামী মাহেন্দ্রচালক নুরনবী (৪৫) বলেন, ‘দীঘিনালা থেকে খাগড়াছড়ি জনপ্রতি ১০০ টাকা করে নিচ্ছি। বেশি ভাড়া নেওয়ার বিষয়ে অনুমতি আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো অনুমতি নেই, তবে ঈদের কারণে ভাড়া একটু বেশি নিচ্ছি।’ 

এ বিষয়ে দীঘিনালা মাহেন্দ্র সমিতির লাইনম্যান মিরর দেওয়ান (৩৮) বলেন, দীঘিনালা মাহেন্দ্র সমিতির চালকেরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন না। স্টেশনে খাগড়াছড়ি মাহেন্দ্র সমিতির চালকেরাও আছেন। একই কথা বলেন দীঘিনালা সিএনজি সমিতির লাইনম্যান বাবুধন চাকমাও। 

খাগড়াছড়ি সমিতির সিএনজি অটোরিকশাচালক রফিক বলেন, ‘অনুমতি সাপেক্ষে ১০০ টাকা ভাড়া নিচ্ছি।’ তবে কোথায় থেকে অনুমতি নিয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে তা বলছেন না তিনি। 

এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন, ‘সিএনজি ও মাহেন্দ্রর অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি শুনেছি। দীঘিনালা সিএনজি ও মাহেন্দ্র সমিতির লাইনম্যানদের নিষেধ করেছি অতিরিক্ত ভাড়া আদায় করতে। তবু যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি জানা নেই। তবে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, এদিকে দীঘিনালা থেকে খাগড়াছড়ি যাত্রী নিয়ে যাচ্ছেন সাদা পিকআপের চালকেরা। ভাড়া নিচ্ছেন জনপ্রতি ৫০ টাকাই।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫