হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

অভিযানে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, মাদক কারবারি গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহতের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকা দিয়ে ভারতে পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি নাম সোহেল (৩৮)। তিনি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। তিনি জানান, পুলিশের চৌকস একটি অভিযানিক দল ঘটনার পর থেকেই প্রধান আসামিকে গ্রেপ্তারের জন্য প্রযুক্তিসহ নানা কৌশলে চেষ্টা চালিয়েছেন। এ এমতাবস্থায় গতকাল রাতে তাঁকে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়।

 
পুলিশ আসাদুল ইসলাম আরও জানান, গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় আখাউড়া থানা-পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি সোহেল ও সেলিমসহ কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে কনস্টেবল মো. খায়রুল সোহেলকে ধরে ফেলেন। এ সময় সোহেলসহ অপর মাদক কারবারি সেলিম, কনস্টেবল খায়রুলকে ছুরি দিয়ে পেটের বাম পাশে একাধিকবার আঘাত করে। সেই সঙ্গে মাথায় আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনার পর আখাউড়া থানায় সোহেলকে প্রধান আসামি দিয়ে ৫৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল