হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাসে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলে তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মোস্তাফা কামাল মুন্সি উপজেলার ভিটিকান্দি ইউনিয়নর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। 

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস। 

তিতাস থানার উপপরিদর্শক (এসআই) খালেকুজ্জামান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে নয়ারচর গ্রামের হরুন মিয়ার দোকানের সামনে মোস্তফার লাশ পড়ে থাকতে দেখি। তাঁর গায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’ 

ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহমেদ বলেন, ‘মোস্তফা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল সবুরের সমর্থক। আমরা ধারণা করছি, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’ 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, ‘যতটুকু জানলাম দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা ছিল। তবে কেন বা কে তাঁকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আমরা কাজ করছি।’

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য