হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীকে মারধর: আহত ২০, অভিযুক্ত গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

অভিযুক্ত সুমন হোসেনকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত ২০ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে পৌরসভার উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত সুমন হোসেন ওই এলাকার ফয়েজ আহমেদের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত সুমন মাদকাসক্ত।

পুলিশ ও শিক্ষকদের সূত্রে জানা গেছে, আজ সকালে যথারীতি বিদ্যালয়ে পাঠদান চলছিল। হঠাৎ সুমন হোসেন নামের এক যুবক স্কুলের ওয়াশরুমে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা তাঁকে বাধা দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে স্কুলের লাইব্রেরিতে ঢুকে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি শিক্ষক সেতারা পারভীন ও শিক্ষার্থী রেদোয়ান হাসান রুপম, মো. ইয়াসিন, অনুশ্রী রানী দাস, আনাফ শাহরিয়ারসহ অন্তত ২০ জনকে এলোপাতাড়ি মারধর করেন। শিক্ষার্থীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আহত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুমন এলাকার চিহ্নিত মাদক কারবারি ও নেশাগ্রস্ত। এর আগেও শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নতুন করে এই হামলার ঘটনায় তাঁরা ক্ষুব্ধ এবং সুমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, ‘হঠাৎ একজন যুবক এসে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তাকে বাধা দিতে গেলে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপরও সে হামলা করে। বিদ্যালয়ের দরজা-জানালাও ভাঙচুর করা হয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান