হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীর বেগমগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন,  শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আব্দুর রহমান (২৮)  ও একই এলাকার দুলালের ছেলে ইব্রাহিম (২২)। এর আগে শুক্রবার রাতে ওই স্কুলছাত্রীর পিতা বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন।

মামলার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী এক বান্ধবীর কাছ থেকে নোট আনতে গেলে পথিমধ্যে আব্দুর রহমান তাঁর মুখ চেপে ধরে রাস্তার পাশের একটি নির্মাণাধীন ফাঁকা বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে তাঁকে হাত বেঁধে ধর্ষণ করে। এ সময় রহমান মোবাইলে তাঁর বন্ধু ইব্রাহিমকে ডেকে আনেন। পরে তারা দুজন মিলে পালাক্রমে তাঁকে আবারও ধর্ষণ এবং ভিডিও করেন। পরে মাগরিবের আজানের পর আব্দুর রহমান ওই ছাত্রীর কানে থাকা স্বর্ণের দুল ও নাকফুল ছিনিয়ে নিয়ে ঘর থেকে বের করে দেন।  

পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার মা-বাবাকে ঘটনাটি জানালে গতকাল শুক্রবার রাতে তাঁর বাবা থানায় গিয়ে মামলা করেন। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বলেন,  রাতে ভিকটিমের বাবা থানায় মামলা করেছেন। পরে বিশেষ অভিযান চালিয়ে আজ শনিবার ভোরে অভিযুক্তদের গ্রেপ্তার করি।  দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা