হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীর বেগমগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন,  শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আব্দুর রহমান (২৮)  ও একই এলাকার দুলালের ছেলে ইব্রাহিম (২২)। এর আগে শুক্রবার রাতে ওই স্কুলছাত্রীর পিতা বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন।

মামলার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী এক বান্ধবীর কাছ থেকে নোট আনতে গেলে পথিমধ্যে আব্দুর রহমান তাঁর মুখ চেপে ধরে রাস্তার পাশের একটি নির্মাণাধীন ফাঁকা বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে তাঁকে হাত বেঁধে ধর্ষণ করে। এ সময় রহমান মোবাইলে তাঁর বন্ধু ইব্রাহিমকে ডেকে আনেন। পরে তারা দুজন মিলে পালাক্রমে তাঁকে আবারও ধর্ষণ এবং ভিডিও করেন। পরে মাগরিবের আজানের পর আব্দুর রহমান ওই ছাত্রীর কানে থাকা স্বর্ণের দুল ও নাকফুল ছিনিয়ে নিয়ে ঘর থেকে বের করে দেন।  

পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার মা-বাবাকে ঘটনাটি জানালে গতকাল শুক্রবার রাতে তাঁর বাবা থানায় গিয়ে মামলা করেন। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বলেন,  রাতে ভিকটিমের বাবা থানায় মামলা করেছেন। পরে বিশেষ অভিযান চালিয়ে আজ শনিবার ভোরে অভিযুক্তদের গ্রেপ্তার করি।  দুপুরে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে