হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বাসস, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ইনচার্জ নুরুল আলম দুলাল।

নুরুল আলম বলেন, তুলার গুদাম হওয়ায় তুষের আগুনের মতো ভেতরে ভেতরে এখনো জ্বলছে। তবে দাউ দাউ করে লেলিহান শিখা ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

স্থানীয়রা জানান, উপজেলার ছোট কুমিরা এলাকায় নেমসান কনটেইনার লিমিটেড নামক একটি কনটেইনার ডিপোর উল্টো দিকে অবস্থিত এই তুলার গুদামে আজ শনিবার সকাল ১০টার দিকে আগুন লাগে। এ সময় গুদামে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। যেকোনো কারণে এ সময় আকস্মিকভাবে গুদামে রাখা তুলায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগ্রাবাদ ও বায়েজিদ ফায়ার স্টেশনের আরও চারটি টিম আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। অবশেষে আটটি ফায়ার সার্ভিস টিমের একটানা সাড়ে ৫ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

নুরুল আলম দুলাল বলেন, তুলার গুদামের আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় এবং কাছাকাছি পানির উৎস না থাকায় আমাদের টিমগুলোকে বেশ বেগ পেতে হয়েছে। শুকনো মৌসুমের শেষ দিক হওয়ায় পার্শ্ববর্তী খাল একেবারে শুকিয়ে গেছে। পাশে পুকুর বা পানির আর কোনো উৎস নেই। ফলে বেশ দূর থেকে পানি এনে আমাদের কাজ করতে হয়েছে। এতে সময় বেশি লেগেছে। এখনো ছাইভস্মের মধ্যে কিছু আগুন রয়েছে, তবে আর কোনো বিপদের আশঙ্কা নেই। এটি পুরোপুরি নিভে যেতে আরও কিছু সময় লাগবে। 

দুলাল আরও বলেন, আমরা সবকিছু দেখেশুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে পারব। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত নেই। 

স্থানীয়দের তথ্যমতে, গোডাউনটি এসএল গ্রুপের প্রতিষ্ঠাতা মো. লোকমানের কাছ থেকে ভাড়া নিয়ে নিজেদের কাজে ব্যবহার করছে শিল্প প্রতিষ্ঠান ইউনিট্যাক্স লিমিটেড। কোম্পানিটি সুতা তৈরির কাজে ব্যবহৃত তুলা রাখার জন্য এ গুদাম ব্যবহার করে আসছিল।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির