হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোস্তফা গ্রুপের করপোরেট ভবন ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৩৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে মোস্তফা গ্রুপের করপোরেট ভবন ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশ কমার্স ব্যাংকের দায়ের করা মামলায় চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান আজ বুধবার এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ কমার্স ব্যাংকের পক্ষে নিয়োজিত আইনজীবী সৈয়দ আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, মামলায় বিচারিক কার্যক্রম চলার একপর্যায়ে ব্যাংকের পক্ষে গ্রুপটির করপোরেট ভবনটি ক্রোক করার জন্য আবেদন করা হয়। আদালত শুনানি শেষে আজ বুধবার এই আদেশ দেন। ৮তলা বিশিষ্ট মোস্তফা গ্রুপের করপোরেট ভবনটি নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে অবস্থিত। তিনি আরও বলেন, ৩৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে আদালত এই আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম অর্থঋণ আদালতের তথ্যমতে, কমার্স ব্যাংকের ৩৫ কোটি টাকা পাওনা আদায়ে মোস্তফা গ্রুপের প্রতিষ্ঠান মোস্তফা করপোরেশনের বিরুদ্ধে ২০১৯ সালে অর্থঋণ মামলা দায়ের করা হয়। কমার্স ব্যাংক আগ্রাবাদ শাখা কর্তৃপক্ষের তরফে এই মামলা দায়ের করা হয়। অর্থঋণ আদালতের মামলা নম্বর ৪/২০১৯। মামলায় বিবাদীরা হলেন মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজতুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দীন, পরিচালক কফিল উদ্দিন, কামাল উদ্দিন, রফিক উদ্দিন, শফিক উদ্দিন ও জসিম উদ্দিন।

মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজতুর রহমান শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ২ হাজার কোটি টাকার বেশি খেলাপি এই গ্রুপটি।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১