হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া স্থলবন্দরে ৪ দিন পর আমদানি-রপ্তানি শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

একদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে আবারও শুরু হয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি। ছবি: আজকের পত্রিকা

ঈদুল আজহার ছুটির কারণে চার দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাছ রপ্তানির মধ্য দিয়ে এ কার্যক্রম চালু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া।

ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে ৬ জুন (শুক্রবার) থেকে ৯ জুন (সোমবার) পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এই সময়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

মো. ফারুক মিয়া জানান, ঈদের ছুটির বিষয়ে আগরতলা বন্দরের ব্যবসায়ী সংগঠনকে আগেই চিঠির মাধ্যমে জানানো হয়েছিল।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, ‘ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’

উল্লেখ্য, দেশের অন্যতম প্রধান এবং শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন বরফায়িত মাছ, সিমেন্ট, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় রপ্তানি হয়। এসব পণ্য সেখান থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হয়।

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী