হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোনো অপকর্মকে প্রশ্রয় দেওয়ার জন্য মন্ত্রী হইনি: ভূমিমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘কারও কোনো অপকর্ম ও অন্যায়কে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার জন্য আমি মন্ত্রী হইনি। ভালো কাজের যেমন ডবল পুরস্কার রয়েছে, ঠিক তেমনই খারাপ কাজের জন্যও শাস্তি আছে। আমরা জনগণের প্রতিনিধি, আমাদের জবাবদিহি আছে। আমার নাম বিক্রি করে কেউ যদি কোনো অন্যায় কাজ করে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ 

আজ শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়নের জিন্নাত আলী মাতব্বর জামে মসজিদে জুমার নামাজের মুসল্লিদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন। 

ভূমিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব সততার ও নিষ্ঠার সঙ্গে পালন করছি। সমাজে অশান্তি সৃষ্টি বা কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সারা দেশের মতো আনোয়ারা-কর্ণফুলীতেও উন্নয়ন কর্মকাণ্ড চলছে। গ্রামের কাঁচা সড়ক এখন আর নেই, প্রতিটি বাড়ির সড়ক পাকা করা হয়েছে। এলাকার উন্নয়নের দায়িত্ব আমার ওপর ছেড়ে দেন, উন্নয়ন হচ্ছে আরও হবে। শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার।’ 

এ সময়ে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু, একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, যুবলীগের নেতা রেজাউল করিম চৌধুরী আনিস, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ উপজেলার বটতলী শাহ্ মোহছেন আউলিয়া মাজার জেয়ারত এবং দেশ–জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল