হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

নিখোঁজ নারী শ্রমিকের মরদেহ উদ্ধার, থানায় হত্যা মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাটের পুরোনো কোল্ড স্টোর থেকে পারুল বেগম নামের এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামাদের আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন পারুলের বাবা নুরনবী। গতকাল বুধবার বিকেলে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার বিকেলে কর্মস্থল বিসিক শিল্পনগরীতে আসার পথে নিখোঁজ হন তিনি। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে এই হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে মজু চৌধুরীর হাট এলাকায় কোল্ড স্টোরের পাশে শিশুরা খেলছিল। এ সময় ওই শিশুরা পরিত্যক্ত ঘরে পারুল বেগমের মরদেহ দেখে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা জানান, পারুল বেগম গত সোমবার বিকেলে বিসিক শিল্পনগরীতে কর্মস্থলে আসার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার