হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

নিখোঁজ নারী শ্রমিকের মরদেহ উদ্ধার, থানায় হত্যা মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাটের পুরোনো কোল্ড স্টোর থেকে পারুল বেগম নামের এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামাদের আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন পারুলের বাবা নুরনবী। গতকাল বুধবার বিকেলে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার বিকেলে কর্মস্থল বিসিক শিল্পনগরীতে আসার পথে নিখোঁজ হন তিনি। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে এই হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে মজু চৌধুরীর হাট এলাকায় কোল্ড স্টোরের পাশে শিশুরা খেলছিল। এ সময় ওই শিশুরা পরিত্যক্ত ঘরে পারুল বেগমের মরদেহ দেখে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা জানান, পারুল বেগম গত সোমবার বিকেলে বিসিক শিল্পনগরীতে কর্মস্থলে আসার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য