হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

নিখোঁজ নারী শ্রমিকের মরদেহ উদ্ধার, থানায় হত্যা মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মজু চৌধুরীর হাটের পুরোনো কোল্ড স্টোর থেকে পারুল বেগম নামের এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামাদের আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন পারুলের বাবা নুরনবী। গতকাল বুধবার বিকেলে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার বিকেলে কর্মস্থল বিসিক শিল্পনগরীতে আসার পথে নিখোঁজ হন তিনি। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে এই হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বিকেলে মজু চৌধুরীর হাট এলাকায় কোল্ড স্টোরের পাশে শিশুরা খেলছিল। এ সময় ওই শিশুরা পরিত্যক্ত ঘরে পারুল বেগমের মরদেহ দেখে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা জানান, পারুল বেগম গত সোমবার বিকেলে বিসিক শিল্পনগরীতে কর্মস্থলে আসার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত