হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাকসুর গঠনতন্ত্র নিয়ে চবি ছাত্রদলের আপত্তি

চবি প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধন নিয়ে আপত্তি জানিয়েছে শাখা ছাত্রদল। বিশেষ করে প্রার্থিতার বয়সসীমা ৩০ বছর নির্ধারণ এবং এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা নিয়ে সংগঠনটি প্রশ্ন তুলেছে।

সোমবার ছাত্রদলের শাখা সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন ও রাজনীতির ক্ষেত্র তৈরি। কিন্তু প্রশাসন মতামতের তোয়াক্কা না করে সিন্ডিকেটে এমন গঠনতন্ত্র পাস করেছে, যা বৈষম্যমূলক ও পক্ষপাতদুষ্ট।’

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলোর উপস্থিতিতে গঠনতন্ত্রের খসড়া নিয়ে ‘হ্যাঁ/না’ ভোটে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়কে ভিত্তি ধরার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সিন্ডিকেট অনুমোদিত গঠনতন্ত্রে তাতে যুক্ত হয়েছে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের প্রার্থী হওয়ার সুযোগ, যা ‘প্রতিযোগিতায় বৈষম্য সৃষ্টি করবে’ বলে মনে করছে ছাত্রদল।

তাঁরা আরও বলেন, ‘প্রার্থীর বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করে প্রশাসন সচেতনভাবেই এক পক্ষকে সুবিধা দিয়েছে কি না, সেই প্রশ্নও থেকে যায়। পাশাপাশি পদবিন্যাসে নারীর প্রতি বৈষম্য এবং দপ্তর সম্পাদক পদ শুধুই ছাত্রদের জন্য নির্ধারণ করাও যৌক্তিক নয়।’

এ বিষয়ে ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরাও বলেন, দপ্তর সম্পাদক পদ শুধু ছাত্রদের জন্য নির্ধারণ করা ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’।

উল্লেখ্য, গত শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় চাকসুর সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এতে বলা হয়, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন। তবে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩০ বছর।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা