হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে নিখোঁজের একদিন পর চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে গতকাল নিখোঁজ হন চীনা শ্রমিক জি কিন কুংওয়েন (৪৫)। এ ঘটনার পর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের দক্ষিণাংশে একটি জলাশয় থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানা–পুলিশের উপপরিদর্শক আকতার হোসেন। 

এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ বলেন, সকালে প্রকল্প এলাকার পাশে জলাশয় থেকে তাঁর মৃত দেহ উদ্ধার করেছে থানা–পুলিশ। ঘটনার রহস্য এখনো জানতে পারিনি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে যাচ্ছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে বলে জানান তিনি। 

বাঁশখালী থানা-পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর জানান, 'নিখোঁজ চীনা শ্রমিকের ভাসমান মরদেহটি প্রকল্প এলাকার পাশে একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। নিহত চীনা শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল