চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের এক বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে চট্টগ্রামের ভাটিয়ারিতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ট্রেনের বিলম্বও হয়নি।
এ বিষয়ে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) তারেক ইমরান আজকের পত্রিকাকে বলেন, ‘লাইনচ্যুত হলে তাৎক্ষণিক প্রকৌশল দপ্তরের লোকজন গিয়ে বগিটি উদ্ধার করে চলাচলের জন্য স্বাভাবিক করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার কারণে কোনো ট্রেন দেরিতেও ছেড়ে যায়নি।’
পরিবহন কর্মকর্তা আরও বলেন, আজ সকাল ৯টায় বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। তবে লাইনচ্যুতির কারণে এক ঘণ্টা দেরিতে ট্রেনটি বিকেল ৫টা ১৭ মিনিটে ময়মনসিংহে পৌঁছাবে।’