হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আউটার স্টেডিয়ামের অবৈধ স্থাপনা উচ্ছেদ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরের দিকে অভিযানটি পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এ মং মারমা। অভিযানের সময় বাগানবিলাস রেস্টুরেন্টসহ বিভিন্ন কাঁচা-পাকা স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এ মং মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মাঠ এটি। এই মাঠে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। সব স্থাপনা উচ্ছেদ করে খেলার জন্য এ মাঠ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’ 

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের সর্বস্তরের জনপ্রতিনিধি এবং ক্রীড়াপ্রেমী সুধীজনের সমর্থনে এ উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এর আগে স্থাপনাগুলো নিজেদের উদ্যোগে সরিয়ে নিতে দুই দফা সময় দেওয়া হয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে তাঁরা সরে যাননি।’ 

এর আগে ২ মার্চ চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামে আর কোনো ধরনের মেলা হবে না বলে ঘোষণা দেন জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে সিজেকেএস সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে