হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আউটার স্টেডিয়ামের অবৈধ স্থাপনা উচ্ছেদ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরের দিকে অভিযানটি পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এ মং মারমা। অভিযানের সময় বাগানবিলাস রেস্টুরেন্টসহ বিভিন্ন কাঁচা-পাকা স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এ মং মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মাঠ এটি। এই মাঠে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। সব স্থাপনা উচ্ছেদ করে খেলার জন্য এ মাঠ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’ 

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের সর্বস্তরের জনপ্রতিনিধি এবং ক্রীড়াপ্রেমী সুধীজনের সমর্থনে এ উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এর আগে স্থাপনাগুলো নিজেদের উদ্যোগে সরিয়ে নিতে দুই দফা সময় দেওয়া হয়েছে। কিন্তু এ সময়ের মধ্যে তাঁরা সরে যাননি।’ 

এর আগে ২ মার্চ চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামে আর কোনো ধরনের মেলা হবে না বলে ঘোষণা দেন জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় তাঁর সঙ্গে সিজেকেএস সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের