হোম > সারা দেশ > চট্টগ্রাম

চোখে কালো কাপড় বেঁধে চবি চারুকলার শিক্ষার্থীদের অবস্থান 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রতিষ্ঠাবার্ষিকীতে চারুকলা ইনিস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে তাঁরা ১৭ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন। পাশাপাশি শহরের চারুকলা ইনিস্টিটিউটেও তাঁদের অবরোধ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের এমন কালো কাপড় বেঁধে অবস্থান নজরে পড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের অতিথি তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের। 

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ড. হাসান মাহমুদ চারুকলার শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে বলেন, ‘আমি এখানে আসার সময় একটা ছোট মানববন্ধন দেখেছি চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য। আমরা চারুকলার শিক্ষার্থীদের সঙ্গে এক সঙ্গে শহরে যেতাম। চারুকলা বিভাগকে একেবারে এই ক্যাম্পাস থেকে পাঠদান গুটিয়ে শহরে পাঠিয়ে দেওয়া একটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি উপাচার্যের সঙ্গে আলাপ করেছি। সেখানে (শহরে) অনার্সটা হোক, কিন্তু মাস্টার্সটা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চলে আসতে পারে আপাতত। সে জন্য অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। সেগুলো বিশ্বিবদ্যালয় প্রশাসন দেখবে। এটি আমার মনের কথা আমি বলে গেলাম। তা ছাড়া যদি বিশ্বিবদ্যালয় ক্যাম্পাসে চারুকলা না থাকে, তাহলে ক্যাম্পাস বর্ণময় কীভাবে হবে?’ 

এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থী সাঈদ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরাও অংশ নিয়ে থাকেন। আমরা আমাদের দাবিকে সাবেকদের কাছে পৌঁছাতে চোখে কালো কাপড় বেঁধে মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। বিষয়টি আমাদের সাবেক শিক্ষার্থী ও তথ্যমন্ত্রীর নজরে এসেছে। তিনি আমাদের দাবিকে সমর্থন জানিয়েছেন।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির