হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় আরসার কথিত কমান্ডারসহ ৮ রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অব্যাহত রয়েছে সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান-ব্লক রেইড। এখন পর্যন্ত বিভিন্ন ক্যাম্প থেকে কথিত রোহিঙ্গা সংগঠন আরসার সদস্যসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত অর্ধশতাধিক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)। 

এর ধারবাহিকতায় আজ মঙ্গলবার ভোর রাতে ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক থেকে আরসার কথিত কমান্ডার সেলিম প্রকাশ ওরফে মাস্টার সেলিমসহ আট রোহিঙ্গাকে আটক করে এপিবিএন-৮। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

এপিবিএন-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানিয়েছেন, গতকাল সোমবার রাতে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় একদল রোহিঙ্গা সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এপিবিএন-৮-এর একটি টিম ক্যাম্পে ব্লক রেইডের সিদ্ধান্ত নেয়। 

তিনি জানান, ওই সংবাদের ভিত্তিতে জামতলী এপিবিএন ক্যাম্পের পুলিশ সদস্যরা সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ক্যাম্পের ব্লক-ডি/ ১৩-এর উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী এনায়েত উল্লাহ, আব্দুল আমিন, নূর মোহাম্মদ, মো. রফিক ও মো. আরিফ উল্লাহ, ফিরোজ মিয়া, সেলিমকে আটক করা হয়। 

আটককৃতদের কেউ কেউ চিহ্নিত আরসার সদস্য এবং মাদক কারবারি উল্লেখ্য করে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির