হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশের লুট হওয়া ৩ আগ্নেয়াস্ত্র মিলল ভাগাড়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশের লুট হওয়া ৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র ময়লার স্তূপ থেকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর বাকলিয়া মেরিন ড্রাইভ রোডের একটি ময়লার স্তূপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ব্রাজিলের তৈরি দুইটি ‘তরাস’ নাইন এমএম পিস্তল ও ইংল্যান্ডের ওয়েম্বলি তৈরি একটি রিভলবার। আগ্নেয়াস্ত্র তিনটিই সচল রয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর-দক্ষিণ জোন) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের অস্ত্র এলাকাটিতে থাকার গোপন তথ্য পেয়ে আমরা এটা নিয়ে কাজ শুরু করি। ধারণা করা হচ্ছে, যাদের কাছে এই অস্ত্রগুলো মজুত ছিল, তারা কোনোভাবে আমাদের তৎপরতার বিষয়টি বুঝতে পারে। এতে ধরা পড়ার ভয়ে তারা কোনো একসময় অস্ত্রগুলো ময়লার স্তূপের ভেতর রেখে পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে পরে সেখান থেকে আমরা পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল, একটি রিভলবার ও ৩০টি পিস্তলের গুলি উদ্ধার করি। ময়লার স্তূপে নিচে সামান্য মাটি খুঁড়ে এগুলো রাখা ছিল বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি নগর পুলিশের। ৩০টি গুলিসহ পিস্তল দুটি গত ৫ আগস্ট কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। রিভলবারটিও সিএমপির যেকোনো একটি থানা থেকে লুট হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের তথ্য মতে, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা চট্টগ্রাম নগরীর ৮ থানা ও ফাঁড়িগুলোতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। থানাগুলো হলো-কোতোয়ালি, পাহাড়তলী, আকবর শাহ, ইপিজেড, সদরঘাট ও পতেঙ্গা থানা।

এ সময় একদল দুষ্কৃতকারী থানা ও ফাঁড়িগুলো থেকে পাঁচ শতাধিক আগ্নেয়াস্ত্র ও ১২ হাজার রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। লুট হওয়া এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বেশির ভাগই এখনো উদ্ধার করা যায়নি।

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম