হোম > সারা দেশ > চট্টগ্রাম

হেফাজতের সাবেক কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান গ্রেপ্তার

প্রতিনিধি

কক্সবাজার (চকরিয়া): হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জীকে কক্সবাজারের চকরিয়ায় গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার বিকেলে উপজেলার বরইতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। তাঁর বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় গত ২৬ মার্চ তাণ্ডবের ঘটনায় বেশ কয়েকটি নাশকতা মামলা রয়েছে।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের। তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমানকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।’

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম (সেবা) জাকারিয়া নোমান বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের বিভিন্ন স্থানে নাশকতা, ভাঙচুর ও তাণ্ডব চালানোর ঘটনার অন্যতম মদদদাতা ছিলেন জাকারিয়া নোমান ফয়জী। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এছাড়া হেফাজতের সাবেক আমির আহমদ শফিকে হত্যার অভিযোগে করা মামলায় পিবিআইয়ের তদন্তেও তাঁর নাম রয়েছে।’

জানা গেছে, জাকারিয়া নোমান ফয়জীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল গ্রামে। তাঁর বাবা নোমান ফয়জী হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ছিলেন। গত ২২ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতা কর্মীরা। এ সময় বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় নিহত হন ১৭ জন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল