হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাউখালীতে চারটি ভবন উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাউখালী উপজেলায় গতকাল বুধবার দুটি কমপ্লেক্স ও দুটি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলায় ঘাগড়ায় নির্মিত শ্রম কল্যাণ কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ নবনির্মিত ভবনের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ দীপংকর তালুকদার।

এর আগে গতকাল সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন সাংসদ দীপংকর তালুকদার। বিদ্যালয়গুলো হলো কলাবাগান যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টেক্সটাইল মিল আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জানা গেছে, ২০১৮ সালে শ্রম কল্যাণ কমপ্লেক্সের কাজ শুরু করে সেনা কল্যাণ সংস্থা। এতে রয়েছে পাঁচতলাবিশিষ্ট ৬টি ভবন। এর মধ্যে ১০৪ সিটের পুরুষ হোস্টেল, ৫১ সিটের মহিলা হোস্টেল, অফিসার্স ভবন, প্রশাসনিক ভবন ও বিদ্যুৎ সাবস্টেশন। একজন মেডিকেল কর্মকর্তা প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান।

এদিকে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ দীপংকর তালুকদার।

এ সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কামাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, কাউখালী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন আরা সুলতানা।

আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, কাউখালী উপজেলা চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী প্রমুখ।

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ