হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়া-আশুগঞ্জ ফোর লেন দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রণয় ভার্মা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে আখাউড়া-আশুগঞ্জ ফোর লেন মহাসড়ক প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্প বাস্তবায়ন হলে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটবে। 

আজ সোমবার দুপুরে আখাউড়া-আশুগঞ্জ ও আখাউড়া-আগরতলা রেলপথ পরিদর্শন শেষে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের কাছে প্রণয় ভার্মা এসব কথা বলেন।
 
এ প্রকল্পটি বাস্তবায়ন হলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও প্রণয় ভার্মা আশা প্রকাশ করেন। 
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যে সম্পর্ক রয়েছে আখাউড়া-আগরতলা এবং আখাউড়া-আশুগঞ্জ এই দুই প্রকল্প বাস্তবায়ন হলে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে। প্রকল্পগুলো শেষ করা হলে উভয় দেশেই লাভবান হবে।

প্রণয় ভার্মা বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে এসব প্রকল্প শেষ করা যায় এসব পরিদর্শন করতেই সরেজমিনে প্রকল্প এলাকাগুলো পরিদর্শন করেছেন তিনি। 

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম, কাস্টমস রাজস্ব কর্মকর্তা মো. হাবিবুল্লাহ প্রমুখ এ সময় প্রণয় ভার্মার সঙ্গে উপস্থিত ছিলেন।

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু