হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়া-আশুগঞ্জ ফোর লেন দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রণয় ভার্মা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে আখাউড়া-আশুগঞ্জ ফোর লেন মহাসড়ক প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্প বাস্তবায়ন হলে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা এবং ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটবে। 

আজ সোমবার দুপুরে আখাউড়া-আশুগঞ্জ ও আখাউড়া-আগরতলা রেলপথ পরিদর্শন শেষে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের কাছে প্রণয় ভার্মা এসব কথা বলেন।
 
এ প্রকল্পটি বাস্তবায়ন হলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও প্রণয় ভার্মা আশা প্রকাশ করেন। 
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যে সম্পর্ক রয়েছে আখাউড়া-আগরতলা এবং আখাউড়া-আশুগঞ্জ এই দুই প্রকল্প বাস্তবায়ন হলে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে। প্রকল্পগুলো শেষ করা হলে উভয় দেশেই লাভবান হবে।

প্রণয় ভার্মা বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে এসব প্রকল্প শেষ করা যায় এসব পরিদর্শন করতেই সরেজমিনে প্রকল্প এলাকাগুলো পরিদর্শন করেছেন তিনি। 

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, বন্দর সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম, কাস্টমস রাজস্ব কর্মকর্তা মো. হাবিবুল্লাহ প্রমুখ এ সময় প্রণয় ভার্মার সঙ্গে উপস্থিত ছিলেন।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল