হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে ১২ হাজার একর জমি বন বিভাগকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ অন্যরা। ছবি: সংগৃহীত

তথাকথিত উন্নয়নের নামে বরাদ্দ দেওয়া জমি বন বিভাগকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কক্সবাজারে আনুমানিক ১২ হাজার একর বনভূমি উদ্ধার করে বন বিভাগকে দিয়ে দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। যা তথাকথিত উন্নয়ন এবং ব্যক্তিস্বার্থে দেওয়া হয়েছিল।

সময়টা বিবেচনা করে কক্সবাজারের কয়েকটি কাজ অগ্রাধিকার হিসেবে ধরা হয়েছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কক্সবাজারের ৭০০ একরের একটা বন, ১৫৫ একর বনের জায়গা নিয়ে একজন ব্যক্তির নামে স্থাপনা হচ্ছে, ২০ একর জমিতে ফুটবল ট্রেনিং সেন্টার হওয়া কথা ছিল, সোনাদিয়ায় বেজাকে দেওয়া জায়গায় চিংড়িঘের করা হয়েছে। এসব তথাকথিত উন্নয়ন প্রকল্প বাতিল করে জমিগুলো বন বিভাগকে ফেরত দেওয়া হবে।

কক্সবাজারের মানুষের অনেক দিনের দাবি, বাঁকখালী নদীকে দখল ও দূষণমুক্ত করার—এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, ‘আগে যখন পরিবেশকর্মী ছিলাম, পরিবেশকর্মী হিসেবে আসতাম। এখন যে মন্ত্রণালয়ের দায়িত্ব, সে মন্ত্রণালয়ের সঙ্গে এসেছি এবং তারা বলছে, অবৈধ দখল যত তাড়াতাড়ি সম্ভব উচ্ছেদ করবে।’ তিনি বলেন, কোন কোন জায়গায় আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে। হাইকোর্ট থেকে স্থিতি অবস্থা নিয়ে আসা হয়েছে, সেটাও আইনিভাবে মোকাবিলা করা হবে।

কক্সবাজারের সমুদ্রসৈকত দেখতে গিয়ে দেদার নির্মাণকাজ দেখে ক্ষোভ প্রকাশ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, যদি লাগাম টেনে ধরা না হয়, তবে সাধারণ মানুষের সি বিচ ব্যক্তির সি বিচ বা প্রতিষ্ঠানের সি বিচ হয়ে যাবে। এটা হতে দেওয়া যাবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘পরিবেশ সংকটাপন্ন (ইসিএ) এলাকায় কার প্রতিষ্ঠান আছে, তা আমার দেখার বিষয় না। আমার কাজ ইসিএ এলাকায় পরিবেশ, বন ও জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান আছে কিনা, তা দেখা। অনুমোদন ছাড়া যার প্রতিষ্ঠান থাকবে তা উচ্ছেদ করা হবে।’ এ সময় তিনি খুব দ্রুত সময়ের মধ্যে ৫১ একর ভূমির অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলে মন্তব্য করেন।

উপদেষ্টার পরিদর্শনের সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজমুল আহসান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ