কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৮০ বোতল স্ক্যাফসহ (একধরনের মাদক) মো. ইমরান হোসেন (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ তেতাভূমি (নোয়াপাড়া) এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
ইমরান হোসেন কুমিল্লার কোতোয়ালি থানা এলাকার মাঝিগাছা (মধ্যম মাঝিগাছা) গ্রামের বাসিন্দা। মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠায় পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ইমরান হোসেনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ শনিবার সকালে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।