হোম > সারা দেশ > চাঁদপুর

ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে ৮ গরু অসুস্থ, ১৭ লাখ টাকার ক্ষতি

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে অনুমোদনহীন সোহেল ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে মাশাল্লাহ-আলহামদুলিল্লাহ খামারির আটটি গরু গুরুতর অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গজরা ইউনিয়নের ডুবগি গ্রামে। এ বিষয়ে খামারের মালিক লিটন থানায় অভিযোগ করেছেন। 

অভিযোগ জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ব্যাটারি কারখানাসংলগ্ন খেত থেকে ঘাস কেটে গরুকে দিয়েছেন খামারি জসিম উদ্দিন লিটন। ওই ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়ে আটটি গরু। অবস্থা খারাপ দেখে খামারেই তিনটি গরু জবাই করেন ও পাঁচটি গরু কসাইয়ের কাছে স্বল্প মূল্যে বিক্রি করেন। এর আগেও একই কারণে কয়েকটি গরু মারা যাওয়ায় কারখানাটি বন্ধ করে দেয়। সম্প্রতি আবার চালু করায় এর প্রভাব পড়ছে। 

খামারমালিক জসিম উদ্দিন লিটন বলেন, ‘পাঁচ বছর ধরে খামার করছি। কোনো দিন অসুবিধা হয়নি। এই প্রথম ব্যাটারির কারখানাসংলগ্ন খেত থেকে ঘাস খাওয়ানোর কারণে গরুগুলো অসুস্থ হয়েছে। এতে আমার ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাকি গরুগুলো নিয়ে চিন্তায় আছি। যদি এগুলোরও সমস্যা হয়, তাহলে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’ 

এদিকে কারখানার মালিক সোহেল বলেন, ‘সামান্য পরিবেশদূষণ হলেও হতে পারে। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অন্য সব কাগজপত্র আছে। যেহেতু মানুষের ক্ষতি হয়, সেহেতু কারখানাটি বন্ধ করে দেব।’ 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, ‘খবর পাওয়ার পর আমি খামারে যাই। ঘাসের মধ্যে বিষাক্ত গ্যাস ছিল। এ কারণে গরুগুলো অসুস্থ হয়ে গেছে। 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি