হোম > সারা দেশ > চট্টগ্রাম

এলডিপি নেতার ভবনে ড্যান্স পার্টি থেকে ২৫ তরুণ-তরুণী আটক

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অভিযানে আটক তরুণ-তরুণীরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীতে এলডিপি নেতার বাণিজ্যিক ভবনে চলা ‘কাপল ড্যান্স পার্টি’তে অভিযান চালিয়ে বিয়ারসহ ২৫ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেটসংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টার নামে একটি বাণিজ্যিক ভবনের সপ্তম তলা থেকে তাঁদের আটক করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘মধ্যরাতে ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় কাপল ড্যান্স পার্টিতে অভিযান চালানো হয়। এ সময় ২৫ তরুণ-তরুণীকে আটক করা হয়। এর মধ্যে ৮ তরুণ ও ১৭ তরুণী রয়েছেন। পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ এ অভিযান চালানো হয়।’

ওসি আরও বলেন, অভিযানে একজনের হেফাজতে ৭০ বিয়ার উদ্ধার হওয়ায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হচ্ছে। বাকিদের বিরুদ্ধে পৃথক মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ওই ভবনে তারা অভিযান চালায়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভবনটির এক ব্যবসায়ী জানান, ভবনটির মালিক এলডিপি দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এয়াকুব আলী। ওই ভবনের সপ্তম তলায় ড্যান্স পার্টি চলছিল। মঞ্জু নামের এক ব্যক্তি ফ্লোরটি ৫০ হাজার টাকায় ভাড়া নিয়ে এ আয়োজন করে। জনপ্রতি দেড় হাজার টাকার বিনিময়ে ওই পার্টিতে যোগ দিয়েছিলেন তরুণ-তরুণীরা। রাতে উচ্চ স্বরে গান-বাজনা চলায় স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ করেন।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ