হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৃষ্টিতে পানি বৃদ্ধি: চালু হয়েছে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের আরও দুই ইউনিট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

গত কয়েক দিনের বৃষ্টিপাতে বৃদ্ধি পেয়েছে কাপ্তাই লেকের পানি। পানি বাড়ায় চালু হয়েছে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের (কপাবিকে) দুটি ইউনিট। উৎপাদন বেড়েছে দেশের একমাত্র পানিবিদ্যুৎকেন্দ্রের। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক মাস ধরে লেকটিতে পানির স্তর নেমে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মাত্র একটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। 

আজ দুপুরে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের আজকের পত্রিকাকে বলেন, ‘৩ দিন ধরে ২টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজ ১ নম্বর ইউনিট হতে ৩০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিট হতে ২৫ মেগাওয়াটসহ মোট ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এত দিন শুধু একটি ইউনিট হতে প্রতিদিন ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।’ 

আব্দুজ্জাহের আরও বলেন, ‘রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে বর্তমানে পানি থাকার কথা ৭৬ দশমিক ৪০ মিনস সি লেভেল, কিন্তু আজ (বৃহস্পতিবার) বেলা ২টা পর্যন্ত লেকে পানি আছে ৭৮ দশমিক ৫৫ মিনস সি লেভেল। লেকটিতে পানি ধারণক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল।’ 

উল্লেখ্য, পানির ওপর নির্ভরশীল কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট থেকে দৈনিক ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আর উৎপাদিত এই বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে পাঠানো হয় জাতীয় গ্রিডে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু